জেটিভির জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমডি আরাফাত আলীর ভাড়া বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এবিষয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের মাষ্টার পাড়া এলাকার মৃত জি এম কওছার আলীর বাড়ির নিচ তলা দীর্ঘদিন যাবত ভাড়া নিয়ে সেখানে থাকেন সাংবাদিক আরাফাত আলী। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি ঘরে তালা দিয়ে কালিগঞ্জে তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বুধবার রাতে (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় সে তার ওই ভাড়া বাড়ির রুমে ভিতরে ঢুকে দেখেন তার জানালার গ্রিল কাটা।
এসময় তিনি তার জামা-কাপড়সহ তার প্রয়োজনীয় জিনিস পত্র ছড়ানো ছিটানো দেখতে পান। তার রুমের ভিতরে সকল আসবাবপত্র থাকলেও তার সাংবাদিকতার কাজে ব্যবহৃত ৭০ হাজার টাকা দামের ভিডিও ক্যামেরা, একটি রেইনকোট এবং একটি মোবাইল চার্জার চুরি হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
এবিষয়ে জানতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো অভিযোগ হাতে পায়নি পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply