সাতক্ষীরা সদর উপজেলায় রয়েল নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে দুই নারীকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলায় ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুই নারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই নারী হলেন- নড়াইল সদরের চরকোটাকল গ্রামের বাসিন্দা (২৪) ও জামালপুরের দটিয়াবাগ এলাকার বাসিন্দা (২৮)।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা জানান, আটককৃত দুই নারী পেশাদার দেহ ব্যবসায়ী। নিজেরাও স্বীকার করেছে তারা দীর্ঘদিন এ কাজে জড়িত। পরে এক মাসের কারাদণ্ড দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
Leave a Reply