জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন লস্কর শেলী। সোমবার (১০ ফেব্রæয়ারি) জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অধিবেশনে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে এ কাউন্সিলের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এড. রবিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনতন্ত্রে সমাজতন্ত্রের কথা লিপিবদ্ধ করেছিলেন এবং বক্তব্যে বলেছিলেন আমি সমাজ বিপ্লবে বিশ^াস করি। আমি শোষিতের পক্ষে এবং আমি শোষণমুক্ত সমাজ চাই। কিন্তু কোথায় গেল সেই অঙ্গিকার? আওয়ামী লীগের নেতারা কি সেই অঙ্গিকার ভুলে গেছেন?
তিনি বলেন, দেশে এতো অসততা বাড়লো কেন? আমরাতো অসততার উন্নয়ন চায়নি। উন্নয়ন মানেতো শুধু রাস্তাঘাট নয়, মানব উন্নয়নের কি হলো? মানুষ হিসেবে আমরা আগে যা ছিলাম তার চেয়ে যদি উন্নত না হতে পারি তাহলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা দেশ শাসন করছেন তাদের কাজটা কি?
এড. রবিউল আলম আরো বলেন, জাসদ সেই রাজনীতিতে বিশ্বাস করে যে রাজনীতি প্রতিষ্ঠিত হলে দেশে শোষণ বন্ধ হয়ে যাবে। অর্থনীতির আরো বেশি উন্নয়ন হবে। মানুষের মুক্তি আসবে। মনুষত্বের উন্নতি হবে, সততার উন্নতি হবে। অসৎ নির্মূল হবে।
সাতক্ষীরা জেলা জসদের কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কিমিটির সদস্য ও বিশিষ্ট নাট্যাভিনেতা নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় কৃষকজোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।
অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ প্রমুখ।
কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামান, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আবদুল আলীম প্রমুখ।
কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী।
কাউন্সিলের উন্মুক্ত আলোচনা সভা শেষে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের সমর্থনে অতিথিবৃন্দ সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি হিসেবে শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন লস্কর শেলী এবং সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের নাম ঘোষণা করেন। এসময় নেতৃবৃন্দ নব-নির্বাচিত এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply