সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির পলাশপোলস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরুণ ব্যাণার্জির সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমডি আরাফাত আলী, যুগ্ম সম্পাদক নাগিব মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহফুজ, অর্থ সম্পাদক এসকে জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আব্দুল বারী,তথ্য সম্পাদক একরামুল কবীর, এসকে ফিরোজ হোসেন ও জহর হাসান সাগর।
সংগঠনটির মাসিক সভায় সদস্যদের মতামত ও গঠনতন্ত্র অনুযায়ী সাংস্কৃতিক সম্পাদক পলাশ মন্ডল, কার্যনির্বাহী সদস্য মেহরুজ্জামান বাবু ও সদস্য মেহেদী নেওয়াজ সোহাগকে সদস্য পদ বাতিল করা হয়েছে।
নতুন সদস্য পদ পেয়েছেন পলাশ কুমার বিশ্বাস, ভবতোষ কুমার মন্ডল,মো.মাছুম বাবুল,জহিরুল ইসলাম,অসিত সেন,বরুণ কুমার ঘোষ,আব্দুল্ল্যাহ আল মামুন, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম ও শেখ কবীর হোসেন মামুন।
এসময় বক্তারা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন।
Leave a Reply