সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে চতুর্থবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছ। অর্থ মন্ত্রণালয়ের সহোগীতায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ মেলায় অংশগ্রহণ করেছে মোবাইল কোম্পানী ভিভো, চায়না বাংলা গ্রুপ, মোস্তফা অর্গানিক শিল্প কারখানা, আরএফএল, এশিয়াটিকসহ মোট ১৪টি বেসরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী আবেদন করে চাকরি বেছে নেওয়ার সুযোগ থাকছে বেকারদের জন্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষীত হয়ে যেন বেকারত্ব নিয়ে বেঁচে থাকতে থাকতে না হয় এজন্য দক্ষতা অর্জন করতে হবে। বেকারদের দক্ষ করে গড়ে তুলতে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে বেকারমুক্ত করতে হলে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আজকের এই চাকরি মেলা থেকে কিছু বেকারের কাজের সুযোগ তৈরি হবে এটি একটি ইতিবাচক দিক।
এবং তিনি পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেয় যে পুলিশের রিকোয়েটমেন্টে যেতে। এছাড়া বিশেষ অথিতী হিসেবে ছিলেন অজিত কুমার রাজবংশী।
এর আগে বেলা ১২টার সময় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমজাদ আলি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply