সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ০৫টায় পৌরসভার ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সহযোগিতায় সুলতানপুরস্থ কাউন্সিলর’র কার্যালয়ে ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, বড় বাজার কাঁচাবাজার সমিতির মেম্বর মো. আব্দুর রহিম বাবু, শাহাজান কবির সাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাঁচতে উপস্থিত সকলের মাঝে মশার কয়েল বিতরণ করা হয়।
Leave a Reply