বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় কাটিয়া আমতলা মোড়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে ১নং কৃষকলীগের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
কাউন্সিল উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স ম ফিরোজ আহমেদ, সাবেক জেলা আ’লীগ নেতা মীর মোশারফ হোসেন মন্টু।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মো. সামছুজ্জামান জুয়েল। পৌর কুষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো. আনারুল ইসলামের সঞ্চালনায় কাউন্সিলে আরো বক্তব্য রাখেন পৌর আ’লীগ নেতা আশরাফুল করিম ধনি, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পৌর কৃষকলীগের সহ সভাপতি মো. সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ্বাস, যুগ্ন সম্পাদক মো. বাবলুর রহমান, আইন সম্পাদক এড. রঘুনাথ মন্ডল, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি কাজী তাহমিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, ‘‘নবগঠিত ওয়ার্ড কৃষকলীগ নেতৃবৃন্দকে কর্মীবান্ধব হিসেবে নেতৃত্ব দিতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র নশ্বাত করতে কৃষকলীগের নেতাকর্মীদের সদা সজাগ থাকতে হবে। ”
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্র অনুযায়ী শফিউদ্দীন ময়নাকে সভাপতি ও মো: কাদের মোড়লকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষনা করেন জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু।
Leave a Reply