সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন

সোহাগ হোসেন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬৭

‘‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’’-প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায়  সাতক্ষীরার সদরের দেবনগর লাবসা দাখিল মাদ্র‍াসা প্র‍ঙ্গনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উপলেক্ষ্যে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

 

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম। এতে প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাবসা দাখিল মাদ্র‍াসার সুপার রুহুল আমিন।

 

এসময় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান এর শিক্ষার্থী। উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনুভব করি গাছের ও প্রকৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। প্র‍ান্তিক জনগোষ্ঠীর মাঝে উদ্ভিদ বিজ্ঞানের সুফলকে পৌছে দিতে গড়ে তুলি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

 

তিনি আরও বলেন, জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। উদ্ভিদ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আমরা সকলে বেশি বেশি ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদ রোপণ করি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন।

 

বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আরবী শিক্ষক শাহাদাৎ হোসেন, শিক্ষিকা শামসুর নাহার, সোসাইটির সহ-সভাপতি  ফয়জুর রহমান মিশুক, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, সিয়াম রহমান, নূরে আলম সোহাগ, সাগর আহমেদ, সাব্বির হোসেন রমিম, শেখ ইয়াসির আরাফাত প্র‍মুখ।

 

এদিন পেয়ারা,অর্জুণ, গর্জন, বহেরা, নিম, কদবেল, কাঞ্চন, তেতুলসহ বিভিন্ন প্র‍জাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

 

প্রসঙ্গত, উদ্ভিদ বিজ্ঞানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি, জীববৈচিত্র সংরক্ষণের তাগিদে  বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষার পরিবেশ সৃষ্টিকরার লক্ষ্য নিয়ে প্র‍তিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT