সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৩১
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টার্ণ চিকিৎসক অপরাজিতা রায় আখির শ্বশুরবাড়ি থেকে মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) বেলা ১২টায় ক্লাস-পরীক্ষা বর্জন করে মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় অপরাজিতা রায় আখির শ্বশুর সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকে অপরাজিতা আখিঁর স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে। যার কারণে অপরাজিতা আখিঁ গত কয়েকদিন দিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান। একপর্যায়ে গত শনিবার (১৩ জুলাই) বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এখবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত মেডিকেল শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন।

এসময় তারা অভিযোগ করে বলেন, অপরাজিতা আখিঁর স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলে আত্মহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্নখাতে প্রচারের চেষ্টা করছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তারা আরো বলেন, অপরাজিতা আখিঁর মৃত্যুর আগে লেখা সুইসাইড নোট থেকে জানা গেছে তাকে তার শ^শুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে টর্চারসহ আত্মহত্যায় প্ররোচনা করেছেন।
এসময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তিসহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের অপসারণের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সামিয়ান বিন ইমু, ফারহা সামান্থা রহমান, প্রিতম দাস, ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজুর রহমানসহ অন্যান্যরা।

তবে, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাস আত্মহত্যা প্ররোচনার বিষয়টি অস্বীকার করে বলেন, তার কোন কন্যা সন্তান না থাকায় তিনিসহ তার স্ত্রী অপরাজিতা আখিকে নিজের সন্তানের মতো দেখতেন। তিনি আরো বলেন, সে আত্মহত্যা করেনি। শারিরীক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT