শিরোনাম :
ইনিংস ব্যবধানে হারের লজ্জাই পেলো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাতক্ষীরায় আনন্দ র‌্যালি সাতক্ষীরা সদর মাদ্রাসা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন সাকিবের খেলতে না পারার পেছনে বিসিবি জড়িত নয়: ফারুক সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ

সাতক্ষীরা সদরের সাবেক ইউএনও তহমিনা খাতুনের পিএইচডি অধ্যয়নের জন্য যুক্তরাজ্যে গমন

জিএম আবুল হোসেন
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৫৭
সাতক্ষীরা সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মর্কর্তা তহমিনা খাতুন।

সাতক্ষীরা সদর-এর সাবেক উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন গত ১২ সেপ্টেম্বর ২০১৯ পিএইচডি গবেষণার জন্য যুক্তরাজ্যে গমন করেছেন।

তহমিনা খাতুন বিসিএস (প্রশাসন)-এর ২৭ ব্যাচের সদস্য। তিনি জানুয়ারি ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০১৯ সময়কালে সাতক্ষীরা সদর-এর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি মার্চ ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ সময়কালে দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন করেন।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, সরকারি খাল-বিল দখলমুক্ত করা, গৃহহীনদের পুনর্বাসন, সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তহমিনা খাতুন সরকারী বৃত্তি নিয়ে ২০১৬-২০১৭ সালে যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মেরিটসহ এমএসসি সম্পন্ন করেন। চলতি অর্থবছরে (প্রথম পর্যায়) তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পিএইচডি ফলোশিপের অধীনে চার বছরের (২০১৯-২০২৩) জন্য বৃত্তি প্রাপ্ত হন।

প্রধানমন্ত্রীর পিএইপডি ফেলো হিসেবে তিনি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের স্প্রুতে (SPRU, University of Sussex) ড. পলা কিভিমা ও ড. ব্রিচবয়িচ-এর অধীনে পিএইচডি গবেষণা শুরু করবেন।

তার গবেষণার বিষয়: ঢাকা শহরের টেকসই গণপরিবহন ব্যবস্থাপনা বিনির্মাণের ক্ষেত্রে সরকারী নীতি প্রক্রিয়ার প্রভাব/ অবদান। উল্লেখ্য, তহমিনা খাতুন সাতক্ষীরা সদর-এর সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরার সাবেক ডিডিএলজি শাহ আবদুল সাদী’র সহধর্মিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT