সাতক্ষীরা সীমান্ত থেকে ৮১৮ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা কোনো চোরাকারবারিকে আটক করতে পারেননি।
বুধবার (৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি চৌকস দল নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয়। পরবর্তীতে আভিযানিক দলটি কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তিকে ধাওয়া করে। ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
এ সময় মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৮শ ২০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৮২ লাখ ৪৫ হাজার ১শ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply