পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় এ মামলার আবেদন করেন দলের ‘মামলার তথ্য সংরক্ষণ’ কর্মকর্তা সালাউদ্দিন খান।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিন্টু মিয়া। তিনি বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে এমন একটি অভিযোগ পেয়েছি। সেন্ট্রাল থেকে নির্দেশনা পেলেই মামলাটি লিপিবদ্ধ করবো। অপেক্ষায় আছি।’
মামলার অন্য আসামিরা হলেন– ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরন্নবী, যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার দাস, যুগ্ম কমিশনার মেহেদী হাসান, ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভিস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার তারিক বিন রশিদ, ডিএমপির মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, ডিএমপির এডিসি (সোয়াট টিম) জাহিদুল ইসলাম, ডিএমপির মতিঝিল জোনের এসি গোলাম রুহানী, পল্টন মডেল থানার মো. সালাহ উদ্দিন মিয়া ও উপ-পরিদর্শক (এসআই )মিজানুর রহমান।
Leave a Reply