দেশ জুড়ে বইছে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ। তৃষ্ণার্ত ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে বিশুদ্ধ সুপেয় খাবার পানি বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মে) বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গৌষ্ঠীর আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়, শহরের খুলনা রোড মোড়, শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে এ পানি বিতরণ করা হয়।
বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মনোয়ার হোসেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম প্রমুখ।
Leave a Reply