সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও দ্বীন মোহাম্মদ দীনু কর্তৃক চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিভাবে আইনগত ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুন। গত মাসের ১৪ এপ্রিল তিনি এ আবেদন পত্রটি জেলা বিএনপির আহবায়ক রহতুল্লাহ পলাশের কাছে দেন।best replica watches
তিনি এ আবেদনটি জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটির কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য প্রেরণ করেন। তবে, সাবেক বিএনপি নেতা ছট্টু বিষয়টি অস্বীকার করে জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। যা আদৌ সঠিক নয়।Replica Watches store
লিখিত আবেদনে আম্বিয়া উল্লেখ করেন যে, আশাশুনি উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় আমার জামাতা আব্দুল্লাহ আল মামুনের ৩০ বিঘা জমির উপর একটি মৎস্য ঘের রয়েছে। গত বছরের ৫ আগস্টের পরে সাবেক বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু এলাকায় একটি সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘেরদখল, লুটতরাজ ও জবরদখল বাহিনী তৈরি করিয়া সাধারন নীরিহ মানুষের নিকট থেকে চাাঁদাবাজি ও ঘের দখল করে আসছে। এলাকার অধিকাংশ হিন্দু ও সাধারণ নীরিহ মানুষকে জিম্মি করে, ভয় দেখিয়ে ও দলের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় ছট্টু ও দীনু আমার জামাইয়ের নিকট দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমার জামাই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ছট্টু ও তার সঙ্গীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক, জহুরুলসহ একদল সন্ত্রাসী আমার জামাইয়ের মৎস্য ঘেরের বাসায় গিয়ে তার কাছে আবারো দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমার জামাই এসময় চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে তাকে বেধড়ক পিটায় এবং তারা এসময় তার ঘেরে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর তারা তাকে আশাশুনি থানার এসআই রাজিবের কাছে তুলে দিয়ে বলে এ শালা আওয়ামী লীগ করে একে নিয়ে জেল হাজতে প্রেরণ করেন। অথচ আমার জামাই কখনও আওয়ামীলীগ করেনি। আমি বিএনপি করি। আর আমার জামাই বিএনপি সমর্থক।cheap rolex replica
তিনি এতে আরো উল্লেখ করেন, রফিকুজ্জামান ছট্টু বিগত সরকারের আমলে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিপরীতে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তিনি বিগত সময়ে আশাশুনি থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থী রুহুল হকের পক্ষে ভোট করেন। একই সাথে শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সভাপতি সন্ত্রাসী লাকী বাহিনীর প্রধান লাকীসহ আওয়ামীলীগের সহ-সভাপতি দীপংকর বাছাড়কে ফুলের মালা দিয়ে বরন করছেন এমন ছবি ও বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি এতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহবান জানান।
তবে, এ ব্যপারে সাবেক বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু জানান, মহলিা দলের সদস্য আম্বিয়া ও সালেহা হক কেয়া একজন আওয়ামী পরিবারের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন। যা আদৌ সঠিক নয়। তার জামাতা আব্দুল্লাহসহ তার পরিবারের সকলেই আওয়ামীলীগ করেন।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও তদন্ত কমিটির সদস্য আবুল হাসান হাদী বলেন, জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুনের লিখিত আবেদনটি আমরা পেয়েছি। এ বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply