রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার পর এ ঘটনা ঘটে।
আটকের পর শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গাড়িতে করে থানায় নেওয়া হয়েছে।
রবিবার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক সব ধরণের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই সেই ঘোষণা প্রত্যাখ্যান করে পাল্টা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা সংস্কারের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরসহ আরও কয়েক জন। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে সায়েন্স ল্যাব, পল্টন মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান ও আন্দোলনের প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। এছাড়াও পুরানা পল্টন মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাগিবিতণ্ডা হয়। এ সময় পুলিশ পল্টন মোড় থেকে চার শিক্ষার্থীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
Leave a Reply