সিরিয়ার ইদলিবে সংঘাত চলাকালে তুরস্কের ড্রোন হামলায় রাশিয়ার আটটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে। এ দাবি জানিয়েছেন স্বয়ং তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ‘আল-মাসদার নিউজ’।
সোমবার (৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে সিরিয়ায় তুর্কি ড্রোনকে বিভ্রান্তিতে ফেলতে ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন রুশ সেনারা। পরদিনই তুর্কি বাহিনীর ড্রোন হামলায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্তের দাবি জানালেন এরদোগান।
এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এবারের সিরিয়া অভিযানে আমরা ড্রোন ব্যবহারের ওপর জোর দিয়েছিলাম। আর এতে সফলও হয়েছি। আমাদের সেনারা ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার আটটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত করে দিতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। এ ক্ষেত্রে তাদের সমর্থন দেয় রাশিয়া। অন্যদিকে শরণার্থী সমস্যার অজুহাতে এই অভিযানের বিরোধিতা করে তুরস্ক। আর তাতে তুর্কিদের প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র।
এক পর্যায়ে রুশ সমর্থিত সিরীয় বাহিনীর সঙ্গে তুমুল সংঘাতে জড়ায় তুর্কি সেনারা। এমন অবস্থায় গত ৫ মার্চ মস্কোতে বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পরই সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেন এ দুই নেতা।
Leave a Reply