সিলেটে আইসোলেশনে ইউনিটে মৃত্যু হওয়া লন্ডনফেরত সেই নারীর স্বজনদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে অথবা কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করলে শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
রবিবার (২২ মার্চ) দুপুরে সেই নারীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর গিয়ে এ নির্দেশ দিয়ে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত।
ইয়াসির আরাফাত বলেন, মারা যাওয়া নারীর সঙ্গে তার স্বজনরা চলাফেরা করায় তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ১৪ দিন পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এ দিকে, সেই নারী করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন কি না পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
রবিবার ভোর রাতে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ইউনিটে লন্ডনফেরত সেই নারীর মৃত্যু হয়। গত ৪ মার্চ লন্ডন থেকে সিলেট ফেরেন তিনি। তার বয়স ৬১ বছর। ফেরার কয়েকদিন পরই তিনি জ্বরে আক্রান্ত হন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থা বুঝতে পেরে গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। আইসোলেশন ইউনিটে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply