ষষ্ঠ থেকে নবম শ্রেণির সিলেবাস পরিমার্জনের দাবিতে সাতক্ষীরায় আন্দোলন করেছেন স্কুল শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেবেস সংক্ষিপ্ত করার এ দাবি নিয়ে সাতক্ষীরার শহীদ আসিফ চত্ত্বর থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে তাদের মিছিলটি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, ২০২৪ সালের শুরু থেকে একটি তথাকথিত মূল্যায়ন পদ্ধতির মধ্য দিয়ে আজ ৯ মাস অতিবাহিত করার পর হঠাৎ করে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের জন্য যে সিলেবাস প্রণয়ণ করা হয়েছে আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করা প্রতিটি শিক্ষার্থীর পক্ষেই দুর্বিসহ। তাছাড়াও উক্ত সিলেবাসে স্বাস্থ-সুরক্ষা, জিবন ও জীবিকা এবং শিল্প ও সাংস্কৃতির মতো বিষয়সমূহে সম্পূর্ণ ১০০ মানের পরীক্ষা রাখা হয়েছে। যা সম্পূর্ণ একটি নতুন বিষয়। এমতাবস্থায় আমরা সাতক্ষীরা জেলার সর্বস্তরের শিক্ষার্থীরা সিলেবাস পরিবর্তনের যৌক্তিক দাবি জানাচ্ছি।
সিলেবাস পরিমার্জনের দাবির এ আন্দোলনে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, পিএন হাইস্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply