পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় সফরে গিয়ে সীমান্তের দায়িত্বে থাকা সেনা সদস্য ও নিহত শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ‘দ্য ডন’।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগের এক সংক্ষিপ্ত বিবৃতি বলা হয়, এই সফরে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ তার সঙ্গে ছিলেন।
ওই বিবৃতিতে বলা হয়, সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইমরান এ দিন মুজাফফরাবাদ পরিদর্শন করবেন এবং নাগরিকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়।
পাকিস্তানে আজ প্রতিরক্ষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ বছর প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবস হিসেবেও পালিত হচ্ছে।
গত মাস থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যদা বাতিল করে ভারতের মোদী সরকার। এর ফলে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এই অনুচ্ছেদ বাতিলের কারণে যাতে কাশ্মীরে কোনো বিক্ষোভ আন্দোলন না হয় তাই কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা সহ সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কাশ্মীরের একাধিক নেতা কর্মীকে বন্দি করে রাখা হয়েছে।
Leave a Reply