সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে জলদস্যু লালন-পালনকারী ডাক্তার শরীফের বিচার চেয়ে মানববন্ধন করেছে জেলেরা বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকালে বুড়িগোয়ালিনী খেয়াঘাট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবর মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজি আব্দুল হাকিম মাস্টার, আমজাদ হোসেন মোল্লা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন তরুণ লীগের সভাপতি সোহাগ হোসেন, আশরাফুল আলম, জাকির সিদ্দিকী সোহাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ভারতের মোল্লাখালি থেকে এসে বুড়িগোয়ালিনিতে রাম-রাজত্ব কায়েম করেছে কথিত ডাক্তার শরিফ। বাংলাদেশে তার বাড়ি শ্যামনগর উপজেলার ঈশরিপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় হলেও বিগত কয়েক বছর সে বুড়িগোয়ালিনি ঘাটি গেড়েছে। এখানকার অসহায় জেলে-বাউয়ালীদের জিম্মি করে অর্থ আত্মসাৎ তার প্রধান লক্ষ। এ কাজ বাস্তবায়ন করতে যেয়ে তিনি জলদস্যু এবং ডাকাত লালন-পালন করেন। তার ভয়ে কোন জেলে শান্তিতে ঘুমাতে পারেনা। আমরা অবিলম্বে শরিফ ডাক্তারের বিচার চাই।
Leave a Reply