বনবিভাগ পশ্চিম সুন্দরবনে আংটিহারা কোষ্টগার্ডের নেতেৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পার্শে মাছের পোনা আটক করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে সুন্দরবনের বাটুলিয়া নদীতে অভিযান চালিয়ে পার্শ্বে মাছের বিপুল পরিমাণ এই পোনা ও একটি ট্রলার সহ ৫ জেলেকে আটক করে কোস্টগার্ড।
আংটিহারা কোষ্টগার্ডের বরাত দিয়ে দোবেকী বন ষ্টেশন কর্মকর্তা (এসও) বেলাল হোসেন জানান, বিপুল পরিমান পার্শে মাছের পোনা পাঁচারের খবর গোপনে নিশ্চিত হয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়রা থানার জিলাকাটি গ্রামের আজিজুল হক নামে এক জেলে সহ ৫ জেলেকে আটক করা হয়।
এ সময় ট্রলারে রক্ষিত তিন লাখ টাকা মূল্যের ৩ কোটি পার্শে মাছের পোনা আটক করে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীতে অবমুক্ত করা হয়। আটক জেলেদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য অফিসে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply