আগামী ২৯ মে আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। ‘দিন বদলের অভিযাত্রায় স্মার্ট সাতক্ষীরা সদর উপজেলা গড়ার প্রত্যয়ে’ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন।
“যে দিন তরুণ প্রজন্মের হাতে আসবে দেশ, সেদিন পথ খুঁজে পাবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ ভোটারদের কাছে বেশ আলোচনায় রয়েছেন সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বিশিষ্ট শিল্পতি, সমাজসেবক সাতক্ষীরার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আফসার আলীর একমাত্র ছেলে রোটারিয়ান ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন।
শামস্ ইশতিয়াক শোভন লিংটেক আইটির ফাউন্ডার ও সিইও এছাড়াও লিংটেক ইন্টারনেট, আইকনিক প্রপাটিজ এবং স্বপ্নের বাংলাদেশেরও চেয়ারম্যান তিনি।
বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের সদস্য, স্টার্টআপ বাংলাদেশ (বেসিস) সদস্য, ইনফ্রাস্ট্রাকচার ও হাইটেক ফোরাম বাংলাদেশ (বেসিস) সদস্য, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ’র সদস্য, রোটারি ইন্টারন্যাশনাল’র সদস্য, রোটারি ক্লাব অব অ্যালট্রুইস্টস্ ঢাকা চ্যার্টার সেক্রেটারী, রোটারি ক্লাব অব অ্যালট্রুইস্টস্ ঢাকা (২০২৪-২৫) প্রেসিডেন্ট ইলেক্ট, মরহুম আব্দুল বারী মল্লিক ফোরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ সাতক্ষীরা কমিটির সভাপতি, ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির আজীবন সদস্য এই তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের অনুরোধে আমি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। বাদবাকি মহান আল্লাহর রহমত হলে এলাকার সন্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে করলে সন্মান স্বরূপ তাদের মহামূল্যবান ভোট প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, আমি মানুষের কল্যাণে সব সময় পাশে ছিলাম এবং আছি। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
Leave a Reply