জাসদ কেন্দ্রীয় কমিটি ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সৎ রাজাকার ও পরহেজগার জঙ্গি বলে কিছু নেই। সব রাজাকার-জঙ্গি মানুষরূপী দানব, শয়তান। তেমনি দুর্নীতিবাজরা হচ্ছে অর্থনীতির বিষফোঁড়া এবং ফসল কাটা ইঁদুর। ফলে শান্তির সমাজ প্রতিষ্ঠা ও উন্নয়নের ফসল ঘরে ঘরে পৌঁছাতে জঙ্গি ও দুর্নীতিবাজদের ধ্বংস করতে হবে।’
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত যশোর জেলা জাসদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র একটি পোড়া রোগী। ফলে সমাজতন্ত্রের ঝান্ডা নিয়েই গণতন্ত্র, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবিরোধী সংগ্রাম করতে হবে।’
জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ওবায়দুর রহমান চুন্নু, যশোর জেলার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।
Leave a Reply