হত্যার আগে ৫৩ বছরের নারীকে ধর্ষণ, গ্রেপ্তার তিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১১

নরসিংদীতে শত্রুতার জেরে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করেন তিন যুবক। তবে লোমহর্ষক হলেও সত্য, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ধর্ষণ করা হয় ওই নারীকে। চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদঘাটনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তারা হলেন- একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার মো. সুমন (২০), বাহেরচর এলাকার জীবন (১৯) এবং স্বপন (৫৫)।

বুধবার সকালে নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

তিনি জানান, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর শত্রুতার জেরে রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনকে ঘরের সিঁধ কেটে ঢুকে হত্যা করা হয়। হত্যার আগে রাবেয়াকে ধর্ষণও করা হয়। হত্যায় অংশ নেয় অন্যরাও।

 

পুলিশ সুপার জানান, দীর্ঘ তদন্ত শেষে হত্যায় জড়িত থাকার প্রমাণ মিললে তিন জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই হত্যায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT