শিরোনাম :
সাতক্ষীরার আসিফসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে হবে না : আসিফ মাহমুদ কু প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী নারীর স্বামীকে মারপিটের অভিযোগ! ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা বিচারাধীন ৬ লাখ: থমকে আছে চাঞ্চল্যকর মামলার বিচারও বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১২ ক্রিকেটার কারা? দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন সাতক্ষীরায় স্থানীয় জাতের ব্যতিক্রমধর্মী বীজমেলা দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব

হাসপাতালে অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৭৬
প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নতি করতে চান: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। জীবন একটাই, চলে গেলে সংশোধনের সুযোগ নেই। আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। কিন্তু হাসপাতালগুলোকে যা যা দরকার, সেগুলো মেনে যদি চলে কোনও আপত্তি নেই। তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে সেগুলো বলে লাভ নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট— হাসপাতাল থাকবে, অবশ্যই থাকবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিও থাকবে।’

 

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সামন্ত লাল সেন বলেন, ‘যেখানে সেখানে তো একটা আইসিইউ খোলা যায় না। একটা আইসিইউ খুলতে গেলে তার সাপোর্টিং ডকুমেন্টস লাগে। হার্টের রোগী রাখতে গেলে তার সঙ্গে সাপোর্টিং জিনিস লাগে। আমরা যে অভিযান চালাচ্ছি, এই অভিযান চলবে, এটি বন্ধ হবে না। মাঝামাঝে প্রয়োজন হলে আমিও যাবো। আমরা সংশোধন করে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।’

 

বেইলি রোডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গতকাল (শুক্রবার) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করছিলাম। উনি আমাকে বললেন, ‘দেখো সামন্ত, এই যে অনিয়মগুলো হয়, এগুলোর বিরুদ্ধে আমি বহুবার বলেছি। আমি তো দেখছি যে, মানুষের কী করুণ মৃত্যু।’ আমার (মন্ত্রী) মনে হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দফতরগুলোকে, রাজউককে আরও সজাগ হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেলো। এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত।’’

 

এর আগে সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শুত্রকার বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে আমাকে ডেকে নিয়ে বলেছেন – চিকিৎসকদের পদোন্নতি হচ্ছে না কেন? তোমাকে দায়িত্ব দিয়েছি, পদোন্নতির ব্যবস্থা করো।’ সুতরাং, আপনারা আমার ওপর ধৈর্য রাখেন। আমি রাতারাতি সবকিছু বদলাতে পারবো না। তবে আমি বিশ্বাস করি, আমার চিকিৎসক ভাইয়েরা যদি ভালো থাকে, সুখে থাকে, তাহলে তারা সেবা দিতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT