ঘুষ গ্রহণের অভিযোগে চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে হুদা দম্পতিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল (লিভ টু আপিল) দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টে খারিজ হওয়া হুদা দম্পত্তির করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলা বাতিলের আবেদন খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে তারা চেম্বার আদালতে আবেদন জানান।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গারেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদক এ মামলা দায়ের করে।
হুদা দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। ২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। পরে এ মামলায় চার্জশিট দাখিলের পর অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। এরপর পুনরায় তারা মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়।
এদিকে তাদের বিরুদ্ধে এ মামলায় আগামী ১০ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ রয়েছে।
Leave a Reply