সন্দেহে এবার স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন অস্ট্রেলিয়া ফেরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপক। ১৪ মার্চ (রবিবার) তিনি কোয়ারেন্টিনে যান।
তবে তার পরিবারের কেউ ভাইরাসে আক্রান্ত নন। অস্ট্রেলিয়া থেকে আসার পর থেকেই তারা কোয়ারেন্টিনে আছেন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় এক অধ্যাপক ও তার পরিবার স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন।’
প্রক্টর আরও বলেন, ‘তারা সবাই সুস্থ আছেন এবং যথাযথ নিয়ম মেনেই কোয়ারেন্টিনে আছেন।’
Leave a Reply