বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশে সাধারণ ছুটি থাকবে। প্রতিবছর ১৭ মার্চ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২০ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে ১৭ মার্চসহ ১৪ দিন দেশে সাধারণ ছুটি থাকবে। আর নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। এবার ১৭ মার্চ পড়েছে মঙ্গলবার।
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ (বর্তমানে গোপালগঞ্জ জেলা) মহকুমার টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন শিশু মুজিব।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১, অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদযাপিত হবে মুজিববর্ষ হিসেবে।
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ মার্চ। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে বড় পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সেটি আর হচ্ছে না। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকে জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে সরকার।
মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাই বড় পরিসরে জনসমাগম করা হবে না বলে জানান তিনি।
Leave a Reply