২০৩০ সালের মধ্যে দেশে কোন দারিদ্র থাকবে না : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২১৪
করোনার টিকার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার চেয়েছি: অর্থমন্ত্রী
ফাইল ছবি।

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশে কোন দারিদ্রতা থাকবে না। বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশ ২৪তম উন্নত দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফুড প্যানেলে আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।

স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মজিবুল হক এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো: আবদুস সোবহান।

আ.হ.ম মুস্তফা কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখন্ড হয়েছে। এখন তাঁর সুযাগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম উন্নত দেশ হবে। তিনি শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT