শিরোনাম :
দেবহাটায় প্রথম ফাজিল স্নাতকের অনুমোদন পেল সখিপুর আলিম মাদ্রাসা শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল : রিজভী আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিত : ইজ্জত উল্লাহ চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামী লাল্টু গ্রেপ্তার সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল! দেবহাটায় ২১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস পালিত উজানে ভারী বৃষ্টি, দেশের প্রায় সব নদীর পানি বাড়ছে

২১ আগস্টের হামলাকে দেশের সবচেয়ে নিন্দনীয় ঘটনা আখ্যায়িত করলো বিএনপি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ১৭৭

২১ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওপর গ্রেনেড হামলাকে বাংলাদেশের সবচেয়ে নিন্দনীয় ঘটনা হিসেবে অভিহিত করেছে বিএনপি। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে দলের অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘২১ আগস্টের ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে নিন্দনীয় ঘটনা। কিন্তু সরকারপ্রধান এনিয়ে যা বলছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা ঠিক না বলেও অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মুখপাত্র।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারে থাকা অবস্থায় এফবিআইকে বাংলাদেশে নিয়ে এসেছি। তদন্ত করার জন্য তাদের সহযোগিতা করেছিলাম। মুফতি হান্নানকে গ্রেফতার আমরাই করেছি।’

প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেছেন বিএনপির মহাসচিব। তার ভাষ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সরকার সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছে।

মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার ও নির্যাতনের কারণে ২০১২ থেকে ২০১৭ এর আগস্ট পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ২০১৭ এর ২৫ আগস্ট মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এরপর সাত লাখেরও অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘মিয়ানমার যেভাবে চাচ্ছে, সরকার সেভাবেই করছে। সরকার রোহিঙ্গাদের নিজ দেশের ভূমি ব্যবহার ও নাগরিকত্ব নিয়ে কিছুই করতে পারেনি। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা বিষয়ে কোনও বিদেশ সফরও হয়নি। সরকার সম্পূর্ণভাবে রোহিঙ্গা ইস্যুটি হ্যান্ডেল করতে ব্যর্থ হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ২৮ আগস্ট (বুধবার) ‘রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করবে বিএনপি। ইতোমধ্যে দলটির ফরেন অ্যাফেয়ার্স কমিটি (এফএসি) এই প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ব্রিফ শুরু করেন। স্থায়ী কমিটির আগামী বৈঠক এগিয়ে নেওয়া হয়েছে এবং সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে, প্রতি সপ্তাহে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হতো।

শায়রুল কবির খান আরও জানান, এখন থেকে স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকগুলো ১৫ দিন পরপর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত শিডিউল পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠাবাষিকীর র‌্যালি হবে ২ সেপ্টেম্বর ও আলোচনা সভা একদিন এগিয়ে এনে ১ সেপ্টেম্বর আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT