শর্তসাপেক্ষে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ফায়ার বিগ্রেড মোড়ের সামনে বড় রাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ’২২ শর্তে রাজশাহী মহানগর বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রবিরোধী-উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এ ছাড়া, ৩টা-৬টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। আর দুপুর ২টার আগে সমাবেশস্থলে মাইকিং চালু করা যাবে না।’
এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির উপ-দফতর সম্পাদক নাজমুল হোসেন ডিকেন বলেন, ‘শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় অনুমতি পেয়েছি। বৈরী আবহাওয়া ও প্রশাসনের বিভিন্ন চাপের কারণে তেমন প্রচার-প্রচারণা চালাতে পারেনি। সমাবেশ করলে শর্ত তো থাকবেই। সেগুলো পালন করেই নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশকে সফল করে তুলবে।’
Leave a Reply