সাতক্ষীরা পৌরসভার ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভার ০১নং ওয়ার্ডে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাটিয়া লস্করপাড়া মন্দির হতে বিউটি হোটেল পর্যন্ত ৩০লক্ষ টাকা ব্যয়ে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর জোৎস্না আরা, অনলাইন পোর্টাল খবর সাতক্ষীরার সম্পাদক আবু জাফর সিদ্দিক, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, এসও সাগর দেবনাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, ঠিকাদার নুর হোসেন, আশরাফুল কবির খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, জি. এম রবিউল ইসলাম প্রমুখ । এসময় অতিথিবৃন্দ ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ শেখ কামরুল ইসলাম।
Leave a Reply