করোনা ভাইরাসের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে সকল প্রাথমিক স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লির উপ-তথ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মনিশ শিশোদিয়া বলেন, দিল্লি সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল, পৌরসভা পরিচালিত প্রাইমারি স্কুল এবং বেসরকারি প্রাইমারিসহ সব স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
মনিশ শিশোদিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, শিশুদের মধ্যে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালিয় পর্যটক। বিশ্বজুড়ে এই ভাইরাস তিন হাজার মানুষের প্রাণ নিয়েছে। অসুস্থ হয়েছেন ৯০ হাজার মানুষ।
Leave a Reply