৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুভেন্টাস নাইট সংঘ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ২৫৬
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে সুলতানপুর ক্লাব মাঠে সুলতানপুর যুব সংঘের আয়োজনে ও সুলতানপুর ক্লাবের সহযোগিতায় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলা-ধূলার বিকল্প নেই। মাঠে বেশি বেশি খেলা ধূলার আয়োজন করতে হবে। খেলা ধূলা মন ও মেধার বিকাশ ঘটাতে সহায়তা করে। দুই দলই ভাল খেলা উপহার দিয়েছে।’

বিশেষ অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।

মাদক ও জঙ্গিবাদ বিরোধী ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সুলতানপুর জুভেন্টাস নাইট সংঘ বনাম বাঁকাল নব উদয়ন সংঘ। খেলায় এসময় বাঁকার নব উদয়ন সংঘকে ৩-১ গোলে পরাজিত করে সুলতানপুর জুভেন্টাস নাইট সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। উপস্থিত ছিলেন সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বর মো. আব্দুর রহিম বাবু, শেখ শাহাজান কবির সাজু, সুলতানপুর যুব সংঘের বিপ্লব, মুরাদ, সালমান, সুমন প্রমুখ। অসংখ্য ফুটবলপ্রেমি দর্শক খেলাটি উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT