জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে ব্যাট করতে থাকেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল । রান করতে না পারায় বিগত কয়েকমাস থেকে বেশ সমালোচনা শুনতে হয়েছে তাকে। এদিন প্রথম ছয় ওভারে বাংলাদেশ সংগ্রহ ৩৪ রান; যার মধ্যে তামিম একা করেন ২৪ রান।
তামিমকে ভালো সঙ্গ দিচ্ছিলেন আরেক ওপেনার লিটন দাস। কিন্তু দুর্ভাগ্য লিটনের। গত ম্যাচের সেঞ্চুরিয়ান এই ম্যাচে ফিরেছেন মাত্র ৯ রান করে। তামিম ইকবালের খেলা শর্ট বোলার কার্ল মুম্বার হাতে লেগে স্টাম্পে লাগে। দাগের বাইরে থাকায় রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে লিটনকে। লিটনের পর তামিমকে সঙ্গ দিতে আসেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
কিন্তু লিটনের পথেই হেঁটেছেন শান্ত। আবারো সেই রান আউটের শিকার হয়ে ৬ রান নিয়ে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ব্যাটিংয়ে ঝড় তুলেন তামিম। তুলে নিয়েছেন ১০ চারে দুর্দান্ত এক অর্ধশতক। এতে করে দীর্ঘদিন পর স্ট্রাইক রেট ঠিক রেখে ছন্দে ফিরেছে তামিম।
তার সাবলীল ব্যাটিংয়ে ভর করেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা। শান্ত ফিরে গেলে তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন দলের উইকেটকিপার মুশফিকুর রাহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান। তামিম ৫৯ ও মুশফিক ৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমীন।
Leave a Reply