৯৪ কেজি থেকে সিক্স প্যাক, আরিফিন শুভর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১১

আরিফিন শুভ বাস্তবে যা করলেন এবং ভিডিওতে যা দেখালেন, সেটা সাধারণের জন্য অবিশ্বাস্য! এভাবেই অসাধারণ এক মানুষ হয়ে ধরা দিলেন এই ‘ঢাকা অ্যাটাক’ নায়ক।

গত রাতে (১৭ সেপ্টেম্বর) শুভ ইউটিউবে প্রকাশ করলেন নিজেকে বদলে ফেলার একটি ভিডিওচিত্র। সাড়ে সাত মিনিট দৈর্ঘ্যের এই সেলফ ডুকমেন্টারিতে নায়ক প্রকাশ করেছেন নিজেকে বদলে ফেলার বিস্তারিত।
শুভ জানান, ৯৪ কেজি থেকে তিনি কেমন করে সিক্স প্যাক অর্জন করেছেন। সেটি করতে গিয়ে তিনি কত রকমের জীবন সংকটে পড়েছেন, বিস্তারিত বলেছেন সেটিও।

৯৪ কেজি থেকে সিক্স প্যাক, আরিফিন শুভর ভিডিও ভাইরাল
তিনি বলেন, ‘মানুষের অসাধ্য আসলে কিছু নেই। সে যা চাইবে, সেটাই করা সম্ভব। দরকার শুধু একাগ্রতা।’
আরিফিন শুভর এই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কারণ ছিল ‘মিশন এক্সট্রিম’ ছবির নাভিদ আল শাহরিয়ার চরিত্রটির জন্য।

তার ভাষ্যে, ‘‘প্রথমে যখন এই চরিত্রটি সম্পর্কে শুনি, তখন মনে হলো আমার জন্য অসম্ভব। কারণ, তখন আমি ৯৪ কেজি ওজনের একজন মানুষ! তখন শেষ করলাম ‘আহারে’ নামের একটি সিনেমার কাজ। সেটার জন্য ওজন বাড়াতে হয়েছে। কিন্তু বাড়ানো যত সহজ, কমানো তারচেয়ে শতগুণ কঠিন। অবশেষে সেই কঠিনকে আমি ভালোবেসেছি। এবং একাধিকবার জীবন সংকটে পড়েও উঠে দাঁড়িয়েছি।’’

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT