তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক কোটি ৪২ লাখ ফোন রিসিভ হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এ তথ্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশে এ ধরনের সেবা এটিই প্রথম।
প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের মাধ্যমে বর্তমানে এর মধ্যে বেশিরভাগ মানুষ সেবা পেয়েছেন।
এ মুহূর্তে ১৪২ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সার্ভিসে জনবলের সংখ্যা পাঁচশতে উন্নীতকরণের চেষ্টা চলছে।
Leave a Reply