মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক (ডিরেক্টর ইনচার্জ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুইদিনের রিমান্ডে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান বৃহস্পতিবার (০৩ অক্টোবর) শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে লোকমান হোসেন ভূঁইয়াকে রিমান্ড শেষে আদালতে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ কামরুল ইসলাম।
এর আগে গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৫ সেপ্টেম্বর রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে তার মণিপুরীপাড়ার বাসা থেকে আটক করে র্যাব-২।
মোহামেডানে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পর আটক করা হয় তাকে। বিদেশে টাকা পাচার ও অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে লোকমান হোসেন জড়িত বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply